এই Online ACR সিস্টেমটি চালু হওয়ার পর অভিজ্ঞতার আলোকে কিছু নির্দেশনা প্রদান করা হলো, যা ম্যানুয়ালে নেই।
  • ইউজার আইডি ও পাসওয়ার্ড : এসিআর এর সাইটের ইউজার আইডি ও পাসওয়ার্ডের জন্য আপনার নাম, পদবী (যে পদ থেকে এসিআর সাবমিট করবেন) এবং সার্ভিস আইডি 01719900737 নাম্বারে হোয়াটসএ্যাপে পাঠাবেন।

  • জাজমেন্ট আপলোড : এসিআর এর জন্য জাজমেন্ট আপলোড করার আলাদা সাইট রয়েছে। সেটার পাসওয়ার্ডের জন্য সহকারী রেজিস্ট্রার জনাব মোঃ মঈন উদ্দিন কাদির (Senior Assistant Judge) ( 01747-760188 ) এর সাথে যোগাযোগ করুন। স্টেটমেন্ট, জাজমেন্ট আপলোড, আইডি কার্ড ইত্যাদি সাইট তিনি ম্যানেজ করেন।

    উল্লেখ্য, জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমপর্যায়ের কর্মকর্তাগণ এসিআর এর সাথে জাজমেন্ট সংযুক্ত করার ক্ষেত্রে- আদালত/ট্রাইব্যুনালের সীল মোহরযুক্ত তুলনাকারীর স্বাক্ষরসহ এসিআর এ উল্লিখিত সময়ে নিষ্পত্তিকৃত সংশ্লিষ্ট মামলার সাক্ষীদের জবানবন্দি/জেরা এবং আপীলের ক্ষেত্রে মূল মামলার রায় ও আপীল মেমোর সত্যায়িত কপিসহ ২টি দেওয়ানী ও ২টি ফৌজদারী মামলার রায়ের অনুলিপি (মহানগর দায়রা জজ/বিভাগীয় বিশেষ জজ/বিশেষ জজ, বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল/বিচারক, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল/বিচারক, দ্রুত বিচার ট্রাইব্যুনাল/বিচারক, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল/বিচারক, সাইবার ট্রাইব্যুনাল/বিচারক, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল/বিচারক, পরিবেশ আপীল আদালত এর ক্ষেত্রে ২টি ফৌজদারী ও ২টি ফৌজদারী রিভিশন/আপীল মামলা কিন্তু যারা ফৌজদারী রিভিশন/আপীল মামলা নিষ্পত্তি করেন না তাদের ক্ষেত্রে ৪টি ফৌজদারী মামলার রায়ের অনুলিপি), প্রযোজ্যক্ষেত্রে এজাহারের সত্যায়িত কপি Legal সাইজ-এ স্ক্যান করে পিডিএফ ফাইল সংশ্লিষ্ট সাইটে আপলোড করবেন।

  • সঠিক ঠিকানা ব্যবহার করা : অনেকে Address/URL সঠিক ভাবে ব্যবহার করেন না। URL: https://apps.supremecourt.gov.bd/sjacr/ পুরোটা সঠিকভাবে ব্যবহার করবেন।

  • সার্ভিস সম্পর্কিত বিষয় : সার্ভিস সম্পর্কিত বিষয়গুলো (যেমন পদের নাম, যোগদানের তারিখ ইত্যাদি) এডিট করে আমাদের বিচার শাখা। দয়া করে যোগাযোগ করুন: জনাব শোভন শাহরিয়ার (Senior Assistant Judge), Assistant Registrar (Judicial) +880 1745-875465. এবং জনাব মোঃ মহিউদ্দিন (কমিটি ক্লার্ক) 01838-127374.

  • যদি স্ক্রীন কেটে যায় : যদি আপনার পিসিতে স্ক্রীন কেটে যায়, কিছু অংশ না আসে, তাহলে কীবোর্ডের কন্ট্রোল কী চেপে ধরে মাউসের চাকা ঘুরিয়ে স্ক্রীন ছোট করে নিন। মানে জুম কমিয়ে নিন।

  • মামলার সংখ্যা ইংরেজীত প্রদান : কার্যের বিবরণ অংশে মামলার সংখ্যাগুলো ইংরেজীতে দিতে হবে। বাংলা/ ইউনিকোডে দিলে হবে না, রিপোর্টে ০ দেখাবে।

  • Anydesk সফটওয়্যার দ্বারা রিমোট সাপোর্ট : যদি পরামর্শ সহায়তা দ্বারা আপনার কোন সমস্যার সমাধান না হয়, তাহলে আমাকে Anydesk সফটওয়্যার ইন্সটল করে এর কোডটা হোয়াটসএ্যাপে দেবেন। আমি আপনার পিসিতে রিমোট একসেস নিয়ে দেখবো।